BREAKING NEWS

০৮ সেপ্টেম্বর ২০১৩

কিভাবে ব্লগে টেমপ্লেট লাগাতে হয়

বর্তমানে ব্লগ একটা জনপ্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় সবাই এখন ব্লগ এর দিকে ঝুকে পড়েছে। দেখা যায় আয় টি তে আজ যারা সফল তারা সবাই এক সময় ব্লগিং করতেন। আপনি যদি ব্লগিং করতে চান তাহলে আজি শুরু করে দিন কারন ব্লগিং করে শুধু অন্যকে জানানো যায় তা কিন্তু নয় ব্লগিং করলে আপনিও জানতে পারবেন অনেক কিছু। ব্লগ করতে হলে যে সকল কাজ করতে হয় তা হচ্ছে ব্লগকে সুন্দর ভাবে সাজানো যাতে ভিজিটর আকৃষ্ট হয় আর এই কাজটি করতে হলে আপনাকে অবশ্যয়  সুন্দর এবং ভাল মানের টেমপ্লেট লাগাতে হবে। অনেকেই হয়তো কিভাবে টেমপ্লেট লাগাতে হয় সেটা জানেন না। তো চিন্তার কোন কারন নেই কারন আজ আমি আপনাদের কিভাবে ব্লগে টেমপ্লেট লাগাতে হয় তা দেখাবো
আপনি লেখা ও ছবি গুলা অনুসরন করুন
প্রথমে আপনি গুগলে সার্চ করে আপনি একটি টেমপ্লেট ডাওনলোড করে নিন
blog tamplet

ডাওনলোড হওয়ার পর ফাইল টি জিপ ফাইল থেকে আনজিপ করুন।
blog tamplet

এবার আপনি আপনার ব্লগারের ড্যাশ বোর্ডে যান এবং সেখানে টেমপ্লেট এ ক্লিক করুন।
how to add blog tamplet

এই রকম একটা পেজ আসবে সেখানে ব্যাক আপ এ ক্লিক করুন

tamplet for blog


এবার যে বক্সটা আসবে সেখানে ব্রাউস ক্লিক করে আপনার পছন্দের টেমপ্লেটটি যুক্ত করুন এবং আপলোড করুন।
add tamplet

আপনার কাজ শেষ, এখন আপনি সুন্দর ও মনের মত টেমপ্লেট দেখতে পারবেন।



৩টি মন্তব্য :

  1. আমার এখানে সব ঠিক দেখাচ্ছে, মনে হয় নেট প্রবলেম। :)

    উত্তরমুছুন
  2. কাস্টম এ ক্লিক করলে ""কাস্টম মোবাইলে আপনার টেম্পলেট কাস্টোমাইজেশনগুলি আত্তীকরণ করে৷ দয়া করে আপনার টেম্পলেটটি নিশ্চিত করে পূর্বরূপ দেখুন৷"" এই লেখা গুলা আসে কেন? "

    উত্তরমুছুন