BREAKING NEWS

০৫ সেপ্টেম্বর ২০১৩

বাংলালিংক আডভান্স ব্যালান্সের মত গ্রামীনফোন প্রিপেইডও দিচ্ছে ইমারজেন্সি ব্যালেন্স

এখন চারদিকে লেগেছে প্রযুক্তির ছোঁয়া আর সাথে সাথে বাড়ছে প্রযুক্তির উন্নতি। যেমন গ্রামীণফোন। গ্রামীণ বাংলাদেশের ফোন কোম্পানির ভিতর বড় একটা জায়গা দখল করেছে। গত ২ তারিখে তারাও বাংলালিক এডভান্স এর মত ইমারজেন্সি ব্যলান্স দিচ্ছে।

ধরুন আপনি কোন একটা দুর্গম এলাকায় বেড়াতে গিয়েছেন এমন সময় আপনার মোবাইলের টাকা শেষ এবং আপনার মোবাইলে সিম একটা তাও আবার গ্রামীণ......... কোন চিন্তা নেই আপনার অ্যাকাউন্ট এ ২ টাকার নিচে ব্যালান্স থাকলে গ্রামীণফোন ৫ থেকে ১০ টাকার ব্যবস্থা করেছে শুধু মাত্র *১০১০*১# ডায়াল করুন এবং এডভান্স টাকা নিয়ে নিন। এবং এই টাকার মেয়াদ কাল ৩০ দিন। আপনি আপনার ইমারজেন্সি টাকা দিয়ে  প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারেন।
GrameenPhone Emergency Balance

আপনাদের জন্য গ্রামীণ যে সকল সুবিধা দিচ্ছে তা হচ্ছেঃ

  • ইমারজেন্সি টাকা শুধু মাত্র গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকরা নিতে পারবেন।

  • গ্রামীণফোন সকল প্রিপেইড গ্রাহগণ যেমন সহজ, বন্ধু, আপন, স্মাইল, বিজনেস সলিসন প্রিপেইড (১, ২, ৩, সফল) একতা (১, ২), নিশ্চিন্ত, ডিজুস এই সকল গ্রাহক ইমারজেন্সি টাকা নিতে পারবেন আর হ্যাঁ এই টাকা তখনই নিতে পারবেন যখন আপনার মোবাইলে যথেষ্ট পরিমান টাকা থাকবে না।

  • গ্রামীণ একতা গ্রাহকরা এই ফিচারে ইমারজেন্সি টাকা নিতে পারবেন।

  • এই ফিচারে গ্রামীণ গ্রাহকরা ৫ টাকা ইমারজেন্সি নিতে পারবেন কিন্তু যারা স্টার সাবস্ক্রাইবার গ্রামীণফোন ব্যবহার করেন তারা ১০ টাকা নিতে পারবেন।

  • আপনি এই টাকা দিয়ে সকল এস এম এস, কল করতে পারবেন এবং সব সময়ের জন্য। কিন্তু আপনি এই টাকা দিয়ে ইন্টারনেট বিল, কোন সাবস্ক্রিপশন এর টাকা পরিশোধ করতে পারবেন না । কোন কেনা মিনিট যেমন ২৫ পয়সা অফার ইমারজেন্সি টাকার আগে ব্যবহার হবে (আগে মিনিট গুলো কাটবে তারপর ইমারজেন্সি টাকা কাটবে) 
  • মাই জোন গ্রাহকরা ইমারজেন্সি টাকা উপভোগ করতে পারবেন এবং ইমারজেন্সি টাকার নেওয়ার পরও মাই জোন ডিস কাউন্ট প্রযোজ্য হবে। ইন্টারনেট ব্যবহার করা যাবে না।

  • আপনি যখন আবার টাকা রিচার্জ করবেন তখন আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে  নেওয়া হবে এবং আপনার আগের সকল অফার অপরিবর্তিত থাকবে। 

  • আপনি টাকা পরিশোধ করে আবার টাকা নিতে পারবেন।

  • আর হ্যাঁ ইমারজেন্সি টাকা নেওয়ার পর যদি আপনি টাকা রিচার্জ করেন তাহলে রিচার্জের উপর যে বোনাস আপনি পেতেন সেটি আর পাবেন না। 

  • গ্রামীণফোন ইমারজেন্সি ব্যালেন্স নিতে হলে এই সকল সুবিধা ও অসুবিধা গুলো ভোগ করতে হবে।


আপনাদের জন্য আজ এই পর্যন্ত লিখলাম সবাই ভাল থাকবেন এবং দোয়া করবেন আপনাদের জন্য যাতে আরও ভাল কিছু লিখতে পারি। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন