BREAKING NEWS

০৫ সেপ্টেম্বর ২০১৩

কিভাবে ফেসবুক ম্যাসেজ ডিলিট করবেন

ফেসবুককে আমরা কে বা না চিনি। এখন সবাই তো ফেসবুক ছাড়া কিছু বোঝেই না। আমাদের কাজের মাঝে যদি একটুও সময় পাই তাহলে আমরা ফেসবুক আইডিটা চেক করি।

যাই হোক আমরা আসল কথায় আসি। ফেসবুকের চ্যাট করার সময় অনেক মেসেজ জমা হয়ে থাকে (বিরক্তিকর বা গোপনীয়) এবং আমরা অনেকে এগুলোকে ডিলিট করতে চাই। কিন্তু ডিলিট করার উপাই জানা না থাকাই এগুলো হয়ে উঠে না। আজ আমি আপনাদের কিভাবে ফেসবুক  ম্যাসেজ ডিলিট করতে হয় তাই দেখাবো সাথে ছবিও থাকবে।

কিভাবে ফেসবুক ম্যাসেজ ডিলিট করবেন

প্রথমে আপনার ফেসবুকে যান। যাওয়ার পর ম্যাসেজ এ ক্লিক করুন।
facebook message
ফেসবুক ম্যাসেজ
এবার যার ম্যাসেজ ডিলিট করবেন তার উপর ক্লিক করুন। এবার উপরে একশন বাটনে ক্লিক করুন। 


facebook message
ফেসবুক ম্যাসেজ
                                
নিচে এমন একটা অপশন আসবে। সেখানে ডিলিট ম্যাসেজ সিলেক্ট করুন। এবার আপনি যে সকল ম্যাসেজ ডিলিট করবেন সেগুলো সিলেক্ট করুন।   

facebook message delete
ফেসবুক ম্যাসেজ ডিলিট
                                           
এবার আপনি যে সকল ম্যাসেজ ডিলিট করবেন সেগুলো সিলেক্ট করুন, সেখানে ডিলিট ম্যাসেজ সিলেক্ট করুন এবার আপনি যে সকল ম্যাসেজ ডিলিট করবেন সেগুলো সিলেক্ট করুন। 

message delete
ম্যাসেজ ডিলিট                                       
এবং সব শেষে ডিলিট এ ক্লিক করুন। এই রকম একটা বক্স আসবে।সেখানে ডিলিট ম্যাসেজ ক্লিক করুন ব্যাস কাজ শেষ। 

delete message
ডিলিট ম্যাসেজ
আপনার বিরক্তিকর বা গোপনীয় ম্যাসেজ ডিলিট হয়ে গেল।

যদি একবারে সব ম্যাসেজ ডিলিট করতে চান তাহলে ডিলিট ম্যাসেজের নিচে ডিলিট কনভার্সন এ ক্লিক করুন।

ভাল লাগলে জানাবেন। 

২টি মন্তব্য :