BREAKING NEWS

১৪ মে ২০১৫

গ্রাফিক্স ডিজাইন সমন্ধে (About Graphic Design) প্রথম পর্ব (first part)

আমি বা আমার দ্বারা ডিজাইন শেখানো সম্ভব না, আমি কেন মনে হয় কার পক্ষেই ডিজাইন শেখানো সম্ভব না তাই আমি আপনাদের এই ডিজাইন নিয়ে কিছু কথা বলব আর কি.........


শুরু করা যাক, ও হ্যা আগে ত জানি গ্রাফিক্স ডিজাইন কি  (what is graphic design)


আচ্ছা গ্রাফিক্স, আপনারা যানেন যে আমরা যে ছবি গুলো দেখি এই সব ছবি এর ভিতর কি থাকে জানেন......? হ্যা আমি জানতাম আপনি জানবেন হ্যা পিক্সেল(Pixel) এই অনেক গুলা পিক্সেল এর সমন্বয়ে একটা ছবি তৈরি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি কিছু বা অনেক হাহাহাহা (কিছু আবার অনেক) পিক্সেল এর সমন্বয়ে গ্রাফিক্স তৈরি হয় আর এমন কিছু গ্রাফিক্স দিয়ে তৈরি হয় একটা পূর্ণ ছবি। এটা শুধু মাত্র ছবির ক্ষেত্রে না ভিডিও এর ক্ষেত্রেও হয়। তাহলে এখন প্রশ্ন এর নাম গ্রাফিক্স হল কেন অন্য নাম ও তো হতে পারতো, হা পারতো কিন্তু হয়ছে আর কি করার একটা না একটা ত হবেই...... গ্রাফিক এটা  একটা জার্মান শব্দ আর এটার বহুবচন গ্রাফিক্স আর এই গ্রাফিক্স বা গ্রাফিক  এর অর্থ হল ড্রয়িং বা রেখা। আর এই সব ছবি গুলা ড্রয়িং এর উপর ভিত্তি করে বলা হয় এই ধরনের ছবি তে রঙ থাকে না যেমন উদাহরণ সরূপ বলতে গেলে বিভিন্ন ঘরের নকশা তৈরি হয় যেভাবে।তাহলে এটা এমন একটা রেখা নকশা করা হয় যা পরবর্তীতে ছাপানো হতে পারে
আমরা এখন বুঝলাম গ্রাফিক অর্থ হচ্ছে রেখা আর ডিজাইন মানে তো নকশা তাহলে এর মানে দাড়ায় রেখা নকশা।

কেন গ্রাফিক্স ডিজাইন (why need graphics Design)

গ্রাফিক ডিজাইন আমাদের চারপাশে ছরিয়ে ছিটিয়ে আছে আমরা যেদিকে তাকাই না কেন সবখানে যেন গ্রাফিক্স এর হাঁট। এই বিশ্বের সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতি সবখানে আছে এই গ্রাফিক্স ডিজাইন। এটা সব কিছু কে সুন্দর করতে সাহায্য করে থাকে, যেমন রাতের আধারে একটুকরো চাঁদ পুরো রাতটাকে যেমন পাল্টে দেয় ঠিক তেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। যেমন আপনারা অনেকে ওয়েবডেভেলপমেন্ট করেন ধরুন আপনি অনেক কোড লিখে একটা ওয়েবসাইট তৈরি করলেন কিন্তু সেখানে কোন গ্রাফিক্স এর কাজ রাখলেন না আমি কিন্তু সাইটাকে খুব একটা সুন্দর করতে পারবেন না কিন্তু আপনি যদি সেখানে কিছু ডিজাইন যোগ করেন আমি আশা করি আপনার সাইটা অনেক সুন্দর লাগবে মানে আমি কিছু সাইট দেখেছি দেখানে কিছুই থাকে না শুধুমাত্র কিছু গ্রাফিক্স ব্যাস অনেক  সুন্দর।গ্রাফিক্স ডিজাইনার সাথে ব্যাবসার একটা সরাসরি যোগাযোগ আছে আবার ডিজাইন অনেক জনসচেনতা মূলক কাজ এর জন্যই ব্যবহার করা হয়ে থাকে। আমরা বলতে পারি শিল্প এর সাথে জড়িত সবকিছুয় গ্রাফিক্স যেমনঃ ডিজিটাল সাইন, বিজনেস কার্ড, ইলাস্ত্রাশন, টাইফোগ্রাফি, ব্রশিওর, বিজ্ঞাপন, সিডি কভার এমন অনেক কিছু।  অনেক ডেভেলপার আছেন যারা শুধু মাত্র কিছু গ্রাফিক্স ব্যাবহার করে অনেক সুন্দর থিম তৈরি করছেতাই এখন আমি কেনো আপনিই বলতে পারবেন গ্রাফিক্স আমাদের কতটা দরকার। একজন গ্রাফিক্স ডিজাইনার এর কোড না হলেও চলবে কিন্তু একজন ওয়েবডেভেলপার এর গ্রাফিক্স ছাড়া চলবে না। কিন্তু মজার বিষয় গ্রাফিক্স এর সফট গুলা কিন্তু কোড দিয়েই তৈরি...। :P

ডিজাইন এর কিছু এলিমেন্টস (Some Elements of Design)

আমাদের বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইন এর শুরু অষ্টদশ শতাব্দীর শেষের দিকে মানে যখন বিলেত থেকে ইংরেজদের নিয়ে আসা প্রিন্টার দিয়ে।
ডিজাইন হচ্ছে কোন নিদিষ্ট জিনিসের পরিকিল্পিত নকশা। যেমন একটি ছবি সেশ করার জন্য ছবির যে ডিজাইন বা নকশা ড্রয়িং করা হয় বা আমরা  সংক্ষেপে বলতে পারি কোন সৃজনশীল কাজের জন্য প্রাথমিক যে পর্যায় তাকেই বলা হয়  ডিজাইন।

ডিজাইন এর এলেমেন্টস (Elements of Design )

·           লাইন
·          শেপ
·         কালার
·         ডিরেকশন
·         টেকচার
·         ভেল্যু
·         সাইজ

ডিজাইন এর মূল বিষয় (principal of design)

Ø  রিপিট্যাস
Ø  ইউনিটি
Ø  হারমোনি
Ø  গ্রেডেশন
Ø  অল্টারনেশন
Ø  ব্যাল্যান্স
Ø  কন্ট্রাস্ট
Ø  ডোমিনেন্স

গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যম গুলা কি ? (graphics design midia)
আজ এই পর্যন্ত বেশি লিখলাম না। কম কম করে খাওয়া ভাল।:P ভাল থাকবেন আর দয়া করে ভুলগুলো জানাবেন।
আসছি আগামী পর্বে... :)


একটি মন্তব্য পোস্ট করুন