BREAKING NEWS

২১ ফেব্রুয়ারী ২০১৬

খুব সহজে ফটোশপে DSLR ইফেক্ট দিন


আমরা জানি ডিএসএলআর কি, মানে ওই যা হয় ছবির আসে পাশের অংশ ঘোলা করা। আসুন জানি কিভাবে এটা করে। (Digital Single-Lens Reflex)

দুই ধরনের ক্যামেরার কথা বলি।কমপ্যাক্ট  (Compact ) এবং ডিএসএলআর (DSLR). কমপ্যাক্ট ক্যামেরা নিজের ইচ্ছে মত সব সাজিয়ে নেয় আর ডিএসএলআর এ সবকিছু সাজিয়ে নেওয়া যায়।

ডিএসএলআর এর ভিতরে এক ধরনের আয়না আছে যখন কোন ছবি তোলা হয় তখন প্রধান অংশ লেন্স এ ফোকাস করে এবং বাকি টা আয়নাতে প্রতিফলনের মাধ্যমে ঘোলা করে। যায় হক বেশি গভীর এ গিয়ে কাজ নেয় আসল কাজে আসি।

তো চালু করুন আপনার ফটোশপ এবং আপনার ছবি সিলেক্ট করুন ।
  • ·         আপনার ছবিটা মনের মত করে সাজিয়ে নিন।
  • ·         যখন মনে হবে আপনার ছবি সুন্দর দেখাচ্ছে তখন ডিএসএলআর এর জন্য রেডি ।
  • ·         এবার আপনার ছবিটাকে ডুপ্লিকেট করে নিন ২টা মোট ৩টা   
  • ·         ** ডুপ্লিকেট করার নিয়ম হচ্ছে লেয়ার এর উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার।(অথবা Ctrl+j) **


এবারের সব থেকে উপরের লেয়ার টা সিলেক্ট করুন এবং চলে জান Filter+Blur+Lens Blur..


.. প্ররিমান মত ঘোলা করুন।


এবারে নিচের লেয়ার টা হাইড করুন মানে লেয়ারের চোখে ক্লিক করুন।  এরপর ঘোলা অংশ কিছুটা Eraser Tool দিয়ে মুছে দিন (E)
এটা করার আগে টুলটা সেটআপ করে নিন যেমন... 

অপাসিটি আপনি আপনার মত সেট করে নিবেন এবং খেয়াল রাখবেন অপাসিটির কারনে যেন নিচের মত না হয়...। 



মানে ছবির পাশ গুলা ... 
এবার ৩ নাম্বার লেয়ার অফ করে দুই নাম্বের লেয়ার চালু করুন। এবার আবার Filter+Blur+Gaussion Blur যান... কিন্তু আগের চাইতে এবার একটু ঘোলা কম করবেন। 

হয়ে গেলে আগের মত Easer Tool (E) দিয়ে মুছুন, সাবধান সুধু যেখানে ফোকাস দিতে চান সেখানে মুছুন অপাসিটি একটু বেশি রাখুন এবং ফোকাস এর বাইরে অপাসিটি কমিয়ে দিন। দেহের এবং চুলের কিছু অংশ ছেড়ে দিন মানে ঘোলা রাখুব যেন আসল মনে হয়। নিচে দেখুন ...। 


এবার সব লেয়ার চালু করুন...। 
হ্যা আপনি সফল হয়েছেন আপনার ছবিকে মনের মত করে সাজাতে...


কেও ডিএসএলআর করলে ছবিটা পাঠাইয়েন দেখতাম কেমন পারলেন বা আমি কেমন পারলাম ... ভুল থাকতেই পারে... ক্ষমার
 দৃষ্টিতে দেখবেন ।।
ধন্যবাদ 

একটি মন্তব্য পোস্ট করুন